রিপোর্ট : শামীম হোসেন জয়।
আজ ৮ ই ডিসেম্বর নলছিটি মুক্ত দিবস । মুক্তিযোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টায় ১৯৭১এর এই দিনে নলছিটি হানাদার মুক্ত হয় । সেইদিন নলছিটির মুক্তিকামি হাজার হাজার মানুষ বাঁশের লাঠি আর দেশিয় অস্ত্র নিয়ে বিজয় উৎসবে সামিল হয়েছিল ।
দিনটি উপলক্ষ্যে আজ ৮ ডিসেম্বর শুক্রবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে । শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভায় মিলিত হয়। বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহম্মদ ইউনুস লস্কর, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আশ্রাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী মিয়া,জেলা পরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, মুক্তিযোদ্ধা আবদুল হাকিম মোল্লা প্রমুখ ।

















