রবিবার , ২৪ জানুয়ারি ২০২১ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মেহেন্দিগঞ্জে পৌর নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই, তালুকদার মোঃ ইউনুছ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২৪, ২০২১ ৩:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন ৩০শে জানুয়ারী মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান (নৌকা) প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় পৌরসভার অম্বিকাপুর ঈদগা মাঠে মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুছ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই সমৃদ্ধি, নৌকা মানেই শান্তি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। আওয়ামীলীগ করে যারা এই নৌকার সাথে বেইমানি করবেন তাদের ভবিষ্যতে কোনদিন নৌকায় পা দিতে দেওয়া হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে সকল বেধাবেদ ভুলে গিয়ে আগামী ৩০শে জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার অনুরোধ জানান। এসময় তিনি নির্বাচনী সহিংসতায় নিহত আওয়ামীলীগ নেতা আফসার সিকদার খুনীদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচনে বিশৃংঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করে সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। পৌর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার আলম আজাদের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল মহানগর আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ আফজালুল করিম, বরিশাল জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ মুনসুর আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাহাব আহাম্মেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও (নৌকা)’র মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আ’লীগে সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, নিজাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম সহ মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়