ঝালকাঠি সদর উপজেলার পোনাবলিয়া ইউনিয়নের দেউরি গ্রামের সাইক্লোন শেল্টারের সামনে থেকে হেদায়েত খান (৫৫) ও জাবের হোসেন (৪০) নামের দুইজনকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ। ১৩ ডিসেম্বর বেলা ৩ টার সময় ডিবি’র এস আই জাকির, এএসআই পরিমল, এএসআই সোহাগ, সাইফুল ও মাহবুবের সমন্বয়ে গঠিত টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটককৃত হেদায়েত খান দেউরি গ্রামের মৃত. ইউনুস আলী খান’র ছেলে এবং জাবের খান রাজাপুর থানার পুর্ব ইন্দ্রপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন ডিবি ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান মিয়া।
(Visited ১৭ times, ১ visits today)

















