সাজিদ হাসান.
৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মজিবর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি আয়োজিত হয়।উক্ত র্যালিটি বি.আই.পি গেটস্থ ১১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বান্দরোড হয়ে রাজাবাহাদুর শাহ সড়ক দিয়ে সোহেল চত্বরে গিয়ে শেষ হয়।
উক্ত র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুল হক স্বপন ,হুমায়ুন কবির মোতালেব,জিয়ায়ুর রহমান জিয়া, আলমগীর খান আলো ও অন্যান্য নেতৃবৃন্দ।। পরে র্যালির সবাই সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
(Visited ১৮ times, ১ visits today)

















