সিসিটিভির ফুটেজ দেখে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা থেকে হারানো ব্রিফকেস উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, শুক্রবার দুপুরে ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাসিন্দা আলম শিকদার পরিষদে তার প্রয়োজনীয় কাজ শেষে পরিষদের সামনে থেকে ইজিবাইকে উঠে আশোকাঠী বাসস্ট্যান্ডে ইজিবাইকে ব্রিফকেস রেখেই নেমে পড়েন। এরই মধ্যে বিষয়টি তাকে (ইউপি চেয়ারনম্যান) কে জানানো হলে পরিষদের ফুটেজ দেখে ইজিবাইক চালককে চিহ্নিত করা হয়।
পরে পরিষদের লোক পাঠিয়ে ইজিবাইক চালকসহ ব্রিফকেসটি উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয় এবং ইজিবাইক চালককে পুরস্কৃত করা হয়।
ব্রিফকেস মালিক আলম শিকদার জানান, ব্রিফকেসটিতে নগদ টাকা ও গুরুত্বপূর্ন দলিলপত্র ছিলো। ব্রিফকেসটি না পেলে তার অপূরনীয় ক্ষতির সম্মূখিণ হওয়া লাগতো। ইউপি চেয়ারম্যান ও ইজিবাইক চালকের আন্তরিকতায় ব্রিফকেসটি খুজে পেয়ে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।