শুক্রবার , ২২ ডিসেম্বর ২০১৭ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বার্সেলোনার ইতিহাসে সেরা একাদশের তালিকা প্রকাশ, যারা রয়েছেন

প্রতিবেদক
alltimeBDnews24
ডিসেম্বর ২২, ২০১৭ ৩:৩১ অপরাহ্ণ

বার্সালোনাতে বিশ্বের নামকরা অনেক লিজেন্ড তারকাই খেলেছেন। তাদের মধ্য থেকে এবার বাছাই করা হল বার্সার ইতিহাসের সেরা একাদশ। চলুন দেখে নেওয়া যাক বার্সার ইতিহাসের সেরা একাদশে জায়গা পেয়েছে কারা।

১. ভিক্টোর ভালদেস (গোলকিপার): বার্সার ইতিহাসেরই সেরা গোলকিপার বলা হয় ভিক্টর ভালদেসকে।  ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ১২টি বছর খেলেছেন এই ক্লাবটিতে।

২. দানি আলভেস (ডিফেন্ডার): ৩০ মিলিয়ন দিয়ে ২০০৮ সালে সেভিয়া থেকে দানি আলভেসকে কিনেছিল বার্সা।  তারপর নিজেকে বার্সার ইতিহাসের সেরা রাইটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

Image result for barcelona fc best team in whole time ronaldinho & alves

৩. রোনাল্ড কোম্যান ( ডিফেন্ডার): বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোল করা ডিফেন্ডার কোম্যান।  ৬ বছরে বার্সার হয়ে ১০২টি গোল করেন তিনি।

৪. কার্লোস পুয়োল (ডিফেন্ডার): ১৫টি বছর সার্ভিস দিয়েছিলেন বার্সাকে। বার্সার ইতিহাসে অন্যতম সেরা সেন্টারব্যাক তিনি।  বার্সার হয়ে ৬টি লা লীগা ও ৩টি চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতেন তিনি।

৫. হুয়ান সেগাররা (ডিফেন্ডার): ১৯৪৯ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত বার্সাতে ছিলেন এই তারকা।  তবে তার একটি বৈশিষ্ট ছিল।  সে ডিফেন্ডার হলেও কখনো নোংরা ফাউল করতনা খেলার মধ্যে।

৬. জাভি (মিডফিল্ডার): বার্সার ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।  বার্সার হয়ে ৭০০ টি ম্যাচ খেলেছেন এই স্পানিশ তারকা।  শিরোপা জিতেছেন ২৫টি।

৭. জোহান ক্রুইফ (মিডফিল্ডার): বার্সার ইতিহাসের অন্যতম সেরা তারকাদের একজন। ১৯৭৩ সালে বার্সাতে যোগ দেন তিনি।  ১৯৭৮ সাল পর্যন্ত বার্সাতে খেলেছিলেন তিনি।

৮. রোনালদিনহো (মিডফিল্ডার): বিশ্বের অন্যতম সেরা এবং সৃজনশীল মিডফিল্ডার ছিলেন রোনালদিনহো।  মুলত তার চেষ্টায়ই বার্সার স্বর্ন যুগের সূচনা হয়।

Image result for barcelona fc best team in whole time ronaldinho & alves

৯. জোহান নিসকেনস (মিডফিল্ডার): পাওয়ারফুল পেনাল্টির জন্য বিখ্যাত ছিলেন এই মিডফিল্ডার।  ১৯৭৪ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বার্সাতে খেলেছিলেন তিনি। ছিলেন অনেক জনপ্রিয়।

১০. ইনিয়েস্তা (মিডফিল্ডার): বর্তমান বার্সার মাঝমাঠের হৃদপিন্ড বলা হয় তাকে।  ইনিয়েস্তা সফল হলে মেসি সফলতার হার বেড়ে যায় অনেক।  ইনিয়েস্তা মাঠে যতটা সাবলিল খেলতে পারে বার্সা আর মেসি ততটা দুর্দান্ত থাকে।

১১. মেসি (ফরোয়ার্ড): বার্সালোনার ইতিহাসে সেরা ফরোয়ার্ড মেসি।  যত ধরনের পুরষ্কার জিতা সম্ভব সব পুরষ্কারই জিতেছেন বার্সার হয়ে।  হয়েছেন বার্সার ইতিহাসের সেরা গোলকরা খেলোয়ার।  যা এখনো এগিয়ে নিচ্ছেন আরো।

Image result for barcelona fc best team in whole time ronaldinho & alves

(Visited ৪৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠনের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাউল উৎসব অনুষ্ঠিত।

ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

আ’লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিক, সম্পাদক ফরিদা।।

একসঙ্গে এইচএসসি পাস মা-মেয়ের

বাংলাদেশ একদিন যুদ্ধবিমান বানাবে: প্রধানমন্ত্রী

৩ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফেসবুক আইডি ভেরিফাই করার নামে প্রতারণা

বরিশালে উত্তর জগতদল ৪নং শায়েস্তাবাদ ইউনিয়নের রাস্তার কাজ উদ্বোধন

নির্বাচনে অনিয়ম হবেনা- এমন নিশ্চয়তা নেই: সিইসি

ঝালকাঠিতে বরিশাল পলিটেকনিক ছাত্রকে তুলে নিয়ে হাতুড়িপেটা