ট্রাম্পের টুইটের জেরে মার্কিন দূতকে পাকিস্তানের তলব

0
232

Sharing is caring!

পাকিস্তানের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া টুইটের জের ধরে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হালেকে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার পাকিস্তানে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র এ কথা জানান। খবর এএফপি’র।

- Advertisement -

বৈদেশিক সাহায্য হিসেবে প্রতিবছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ নিলেও, পাকিস্তান এতদিন জঙ্গিদের আশ্রয় দিয়ে এসেছে অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে সহায়তা বন্ধের কথা বলার পর দু’দেশের মধ্যে ব্যতিক্রমী এ প্রকাশ্য বিরোধের সৃষ্টি হলো।

মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হালেকে সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাদের পররাষ্ট্র দফতরে ডেকে পাঠানো হয়।

এর আগে ইসলামাবাদ ট্রাম্পের ওই অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

পাকিস্তান কর্তৃপক্ষ দেশটিকে জঙ্গিদের জন্য নিরাপদ স্বর্গ বানিয়ে ফেলেছে বলে ট্রাম্প টুইটারে অভিযোগ করেন।

(Visited 12 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here