নীলফামারীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহরের সবুজ পাড়া নিবাসী মীর আজিজুল হাকিম দাদু ভাই (৮৭) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিন ছেলে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল রবিবার সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে মরহুমের জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মীর আজিজুল হাকিম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুকের বাবা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
(Visited ১১ times, ১ visits today)

















