এতোদিন টেস্ট ও টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে ছিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। কিন্তু ত্রিদেশীয় সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায় হাফিজকে পেছনে ফেলে আবারো শীর্ষে উঠে এসেছেন সাকিব। এর মধ্য দিয়ে আবারো ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায় ৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব রয়েছেন শীর্ষে। ৩৩৯ পয়েন্ট নিয়ে মোহাম্মদ হাফিজ রয়েছেন দ্বিতীয় স্থানে।
(Visited ২১ times, ১ visits today)

















