রিপোর্ট – নুরে আলামিন বাপ্পী
নিজেদের ১১ তম ম্যাচে জিতে ২৭ পয়েন্ট নিয়ে স্প্যানিস লা লিগার শীর্ষে রইল রিয়েল মাদ্রিদ।।আজ তারা জিতেছে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে।।দুটি গোল করেছেন গ্যারেথ বেল,,গোল দুটি করেছেন ৩৮ ও ৪৫ মিনিটে।।অন্য গোলটি করেছেন মোরাতা ৭৬ মিনিটে।।এই দিন রোনালদো তেমন ভাল কিছু করতে পারেনি।।বার্সার থেকে ১ ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্টে এগিয়ে আছে তারা।।
(Visited ৬ times, ১ visits today)

















