রির্পোট:সিদ্দিকুর রহমান.
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সদস্যদের অংশগ্রহনে সিটিজেন জার্নালিজম ও ইনোভেশন সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসন কর্তৃপক্ষের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার ও মহাকাশ গবেষনা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। মতবিনিময় সভায়, বরিশাল বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের মাধ্যমে সমাজের উন্নয়ন এবং নানা উদ্ভাবন তুলে ধরা হয়। এছাড়াও এই জেলাকে নিয়ে ভবিষ্যতের নানা পরিকল্পনা সম্পর্কে উপস্থাপন করা হয়। এসময় বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সদস্যরাও তাদের নানা সমস্যা ও সম্ভাবনার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল কালাম তালুকদার, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (আইসিটি) আহসান মাহমুদ রাসেল, নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (জেলা প্রশাসক গোপনীয় শাখা) রিপন বিশ্বাসসহ বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সদস্যবৃন্দ।

















