নিউজিল্যান্ডের মাউন্ট ম্যাঙ্গানুইতে শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জ্যাসন সাংঘার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পৃথ্বি শ এর নেতৃত্বাধীন ভারত। দুই দলের জন্যই চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
এর আগে ভারত এবং অস্ট্রেলিয়া উভয়েরই মোট তিন বার বিশ্বকাপ জেতার নজীর ছিলো। এবার চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্য নিয়েই বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামছে দুই দল।
তবে অজিদের চেয়ে অন্তত আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে পৃথ্বি শ এর ভারত। কেননা টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ দেখেনি দলটি।
শুধু তাই নয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও জয়ী হয়েছিলো ভারত। সেই ম্যাচে অজিদের ১০০ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো তারা।
সুতরাং বলা যায় আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ফাইনালের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে পৃথ্বি শ এর বাহিনী।
আরো একটি দিক থেকে এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সবগুলো আসর মিলিয়ে মোট ৫ বার ভারতের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। যেখানে তিন বারই জয় পেয়েছিলো ভারত এবং বাকি দুই বার অস্ট্রেলিয়া।
তবে শক্তিমত্তার দিক থেকে ভারতের থেকে খুব একটা পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি ছাড়া টুর্নামেন্টে বাকি সবগুলো ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছিলো জ্যাসন সাংঘার দলটি। সুতরাং ভারতের জন্য যে এবার কাজটি সহজ হবে না তা সহজেই ধারণা করা যায়।
অপরাজিত চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে তাদের। একই কথা প্রযোজ্য অস্ট্রেলিয়া যুবাদের ক্ষেত্রেও। বিশেষ করে শুরুতে ব্যাটিং করলে দলের ব্যাটসম্যানদের দিকেই অনেকাংশে নির্ভর করতে হবে অজিদের।
ভারতের সম্ভাব্য একাদশ :
পৃথ্বি শ (অধিনায়ক), মানজত কালরা, শুভমান গিল, হার্ভিক দেশাই, রাইয়ান পরাগ, অভিষেক শর্মা, কমলেশ নাগরকটি, অনুকুল রয়, শিভাম মাভি, শিভা সিং, ইশান পোরেল।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ :
জ্যাক এডওয়ার্ডস, ম্যাক্স ব্রায়ান্ট, জ্যাসন সাংঘা (অধিনায়ক), জোনাথান মেরলো, পরাম উপল, নাথান ম্যাকসুইনি, উইল সাদারল্যান্ড, ব্যাক্সটার হল্ট, জেক ইভানস, রায়ান হ্যাডলি, লয়েড পোপ।