রিপোর্ট : জাকারিয়া আলম দিপু
বাংলাদেশের বিষ্ময় বালক মেহেদী হাসান মিরাজের বাবার সাথে বরিশাল জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়|মিরাজের বাড়ি খুলনায় হলের তার জন্মস্থান বরিশাল|ঘরের ছেলেকে বরন করতে চায় তার প্রিয় জন্মস্থান বরিশাল|মিরাজকে খুলনার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়|চুপ করে নেই বরিশাল জেলা প্রশাসন|

বিপিএলের শুরু কারনে এই মুহুত্বে মিরাজকে সংবর্ধনা ও বরন করা সম্ভব নয়|তাই বিপিএল আসরের পর সংবর্ধনা ও বরনের আয়োজন করবে বরিশাল জেলা প্রশাসন|মিরাজের গর্বিত পিতা জনাব জালাল হোসেনকে একথা জানান বরিশাল জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান|জেলা প্রশাসক গর্বিত মিরাজের পিতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান|তিনি আরো বলেন, বরিশালের কৃতি সন্তান রাব্বীকে একই সাথে সংবর্ধনা দিবেন জেলা প্রশাসন বরিশাল|
(Visited ১৬ times, ১ visits today)

















