মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

যুব বিশ্বকাপের সেরা একাদশে আফিফ

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১১:৪৬ অপরাহ্ণ

ক’দিন আগে নিউজিল্যান্ডের মাটিতে শেষ হলো ১২তম যুব বিশ্বকাপের আসর। এ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারতীয় যুবারা। ফাইনালে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারায় তারা। আর এই ভারতের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে ষষ্ঠ স্থান নিয়ে আসর শেষ করে বাংলার যুবারা। আর এ আসরে বাংলাদেশের প্রত্যাশা ততটা পূরণ না করতে পারলেও ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন আফিফ হোসেন ধ্রুব। দলের অন্যান্য খেলোয়াড়রা যেখানে ছিলেন একেবারে নিষ্প্রভ, সেখানে তিনি একাই দলকে টেনে নিয়ে গেছেন।

যার পুরস্কার স্বরূপ তিনি জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপের সেরা একাদশে। বিশ্বকাপে আফিফ ঠাই পেয়েছেন অলরাউন্ডার হিসেবে। এ সেরা একাদশে সর্বোচ্চ পাঁচ জন রয়েছেন শিরোপাজয়ী দল ভারতের। পাকিস্তানও আফগানিস্তানের দু’জন করে ক্রিকেটার রয়েছেন। আর বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন  আফিফ। আসরে সর্বোচ্চ চারটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফ। এমনকি আসরের শেষ দুটি ম্যাচে দলের দুঃসময়েও খেলেছেন পঞ্চাশোর্ধ্ব দুটি ইনিংস। ৪৬.০০ গড়ে টুর্নামেন্টে ২৭৬ রান করেন তিনি। যা এ আসরে বাংলাদেশেল হয়ে কোন ব্যাটসম্যানের সেরা স্কোর। আর বল হাতে মোট নয়টি উইকেট শিকার করেন তিনি।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়