পাঞ্জাব ন্যাশনাল বাংক (পিএনবি) কেলেঙ্কারির যেরে ওই মামলায় আটক অর্জুন পাটেলের স্ত্রী সুজাতার দাবি, মোদিকে সামনে পেলে জুতাপেটা করতে চান তিনি!
প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণা মামলা হয়েছে নীরব মোদির বিরুদ্ধে। সেই মোদির মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন অর্জুন। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, যেসব ভুয়া ব্যাংক গ্যারান্টি দেখিয়ে বিপুল অঙ্কের ঋণ নিয়েছেন নীরব মোদি, সেগুলোর প্রয়োজনীয় নথিপত্র তৈরির দায়িত্বে ছিলেন অর্জুন।
সে কারণে অন্যদের সঙ্গে অর্জুনকেও আটক করা হয়েছে। আপাতত ১২ দিনের জন্য সিবিআই হেফাজতে আছেন তিনি। সুজাতা এক সংবাদ সম্মেলনে বলেন, পিএনবি প্রতারণা মামলায় তার স্বামী জড়িয়ে পড়তে পারেন, সেটা তার বিশ্বাসই হচ্ছে না।
কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ১০ বছর ধরে আমার স্বামী তার অধীনে কাজ করছেন। অনেকের মতো তিনিও শুধু অফিসের কাজ করতেন। যা কিছু ঘটেছে তার জন্য নীরব মোদি দায়ী। তাকে আমার সামনে নিয়ে আসুন, জুতা দিয়ে পেটাব।