শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি শুরু হয়েছে মঙ্গলবার। বাংলাদেশের মিশন শুরু হবে আগামীকাল থেকে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে তারা।
এটি বাংলাদেশের প্রথম ম্যাচে হলেও ভারতের দ্বিতীয়। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে শোচনীয় পরাজয় হয়েছে ভারতের। ৫ উইকেটে তাদের হারিয়েছে লঙ্কানরা। ফলে টুর্নামেন্টে এগিয়ে রইলো তারা।
এদিকে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কাল দলের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজেও নেতৃত্ব দিয়েছেন তিনি।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন অপু।
(Visited ২২ times, ১ visits today)