বরিশাল নগরীর পোস্ট অফিস সংলগ্ন ৩ টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘাটে। অগ্নিকান্ডে মেসার্স মাহাদি স্টোর ও উত্তম সু হাউজসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর শুনে বরিশাল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। মেসার্স ফাহাদি স্টোরের মালিক মোনায়েম ও সু স্টোরের মালিক উত্তম। অগ্নিকান্ডে ১টি কম্বলের গোডাউনসহ ৩টি দোকান পুড়ে যায় বলে জানায় স্থানীয়রা। বৈদুতিক সর্ট সার্কিটের কারনেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
(Visited ১১ times, ১ visits today)

















