শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

টাইগারদেরকে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৭, ২০১৮ ৮:০৩ অপরাহ্ণ

দুর্দান্ত এক ছক্কা, অবিস্মরণীয় জয়। শুক্রবার শ্রীলংকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। অবিস্মরণীয় এই জয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশ ও বিদেশের অনেক নামিদামি ব্যক্তিত্ব বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সুপার স্টার অভিতাভ বচ্চনও।

অভিতাভ বচ্চন তার ফেসবুক এবং টুইটারে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘নিদাহাস ট্রুফির বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। শেষ কয়েক বলে আবেগ ও ঝগড়া বাদে পুরো ম্যাচটি ছিল উপভোগ্য। এটি বাংলাদেশের অবিস্মরণীয় জয়। অভিনন্দন এবং শ্রদ্ধা।’

এছাড়া বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীরাও টাইগারদেরকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠেছে বাংলাদেশ। শুক্রবার লংকার সামনে জয়ের জন্য যে ক্ষুুধার্ত বাংলাদেশকে দেখা গেছ, তারা উপহার দিয়েছে এমন এক অবিস্মরণীয় সমাপ্তির ম্যাচ, যাকে অভিহিত করা যায় ২০১৬ বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী সেরা টি২০ হিসেবে। আর কলম্বোয় টগবগে এই বাংলাদেশই রোববার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা