বৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আমেরিকা আবার সিরিয়ায় হামলা করতে পারে : রাশিয়া

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২২, ২০১৮ ৮:৫৪ অপরাহ্ণ

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে আমেরিকা। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ- দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি ভ্লাদিমির শ্যামানোভ বুধবার মস্কোয় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনালাপ সত্ত্বেও এ আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না যে, সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি ভবনগুলো লক্ষ্য করে মার্কিন বাহিনী আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে।

শ্যামানোভ বলেন, আমেরিকার কথা, কাজ ও আচরণ সম্পর্কে স্পষ্ট কোনো ধারনা পাওয়া কঠিন এবং এ কারণে তার সম্ভাব্য যেকোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ভূমধ্যসাগরে অবস্থিত যুদ্ধজাহাজ থেকে ২০১৭ সালের মার্চ মাসে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা
এদিকে রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ডিরেক্টরেটের প্রধান সের্গেই রুদস্কয় বলেছেন, পারস্য উপসাগর, ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর- পেন্টাগন।

মার্কিন বাহিনী গত বছরের মার্চ মাসে সিরিয়ার ইদলিব প্রদেশের আশ-শাইরাত বিমানঘাঁটিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই প্রদেশের খান শেইখুন এলাকায় রাসায়নিক হামলা চালানোর জন্য দামেস্ককে অভিযুক্ত করে ভূমধ্যসাগরে অবস্থিত রণতরী থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা