মানুষের মতো কথা বলতে পারা রোবট সোফিয়া এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের আকাঙ্খা প্রকাশ করেছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে জাতিসংঘের উন্নয়নমূলক প্রকল্প (ইউএনডিপি) আয়োজিত একটি অনুষ্ঠানে এই ইচ্ছাপ্রকাশ করে সোফিয়া।
অনুষ্ঠানে সোফিয়া আরও বলে, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের যথেষ্ট সুযোগ দেয়। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতি যেমন শেষ করা সম্ভব, তেমনই সুস্বাস্থ্য ও লিঙ্গ সমতাও নিশ্চিত করা যাবে।
প্রসঙ্গত, হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স রোবট সোফিয়ার নির্মাতা। এর আগে সোফিয়াকে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব। বাংলাদেশেও এসেছিল সোফিয়া।
(Visited ১৩ times, ১ visits today)

















