শনিবার , ২৪ মার্চ ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘ওরা আমাকে বলে এমন কাটার জীবনেও দেখিনি’

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২৪, ২০১৮ ১১:১৯ অপরাহ্ণ

নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচের কথা কারো ভোলার কথা নয়। ম্যাচের শেষ তিন ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান। ১৮তম ওভারে বোলিংয়ে এসে মাত্র এক রান দিয়ে একটি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। প্রথম পাঁচটি বল ব্যাটেই লাগাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান বিজয় শঙ্কর। ওভারের পঞ্চম বলে বাই সূত্রে একটি রান নেন তিনি। শেষ বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ হন মনিশ পান্ডে।

শনিবার কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নিদাহাস ট্রফি নিয়ে কথা বলেন। এসময় মোস্তাফিজুর রহমানের করা ওই ওভারের বিষয়টি তুলে ধরেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘মোস্তাফিজ যে ছয়টা বল করল। ওরা ভেবেছিল এই ছয় বলেই খেলা শেষ। কিন্তু একটা বলও ব্যাটে লাগাতে পারেনি। কাটারের পর কাটার। ওরা (ভারতীয় ক্রিকেট দল) আমাকে বলে এমন কাটার জীবনেও দেখি নাই। দুর্ভাগ্যক্রমে আমরা শেষ মুহূর্তে, শেষ বলে ম্যাচটা হেরে গিয়েছি।

তারপরও আমাদের ছেলেরা বীরের মতো লড়েছে। সারাবিশ্বকে জানান দিয়েছে। শুধু ওয়ানডেতে না, টেস্টেও আমরা ভালো করেছি। কারণ আমরা টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশকে হারিয়েছি। শ্রীলঙ্কায় গিয়ে আমরা ওদের সাথে শততম টেস্ট জিতে এসেছি। এবার প্রমাণ করে দিলাম টি-টোয়েন্টিতেও আমরা কাউকে ছাড় দিব না।’

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়