আগামীকাল ৯ এপ্রিল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র ও সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের ৪র্থ মৃত্যুবার্ষিকী। উদীয়মান এই জনপ্রিয় রাজনৈতিক নেতা আকস্মিকভাবে অসুস্থ হয়ে ২০১৪ সালের ৯ এপ্রিল ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
বরিশাল মহানগর আলীগের সাধারণ সম্পাদক এ. কে এম জাহাঙ্গির জানান, বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে কর্মসূচী গ্রহন করা হয়েছে। তিনি বলেন, সকাল ১০ টায় শওকত হোসেন হিরনের কবর জিয়ারত ও বিকেল ৫ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল।
(Visited ১২ times, ১ visits today)

















