রির্পোটঃ শাহাদত নিলয়.
- Advertisement -
সিটিজেন বয়েস, পাবনা.
রাস্তা নাকি চাষের জমি! প্রথমে দেখলে ঠাওর করে উঠতে পারবেন না। ভাড়ারা ইউপির চিথুলিয়া রাস্তা এটি। মাত্র ০.৪ কি.মি. রাস্তা এমন বেহাল দশা। চর অঞ্চল এর কৃষক আর লক্ষ জনগণ দুর্ভোগে। চিত্রে প্রদর্শিত এমন সব যানবাহনই এখানে দাপিয়ে বেরাচ্ছে। সাধারণ যানবাহন চলতে পাচ্ছে ভয়-না জানি কখন দুর্ঘটনা হয়।
এই গ্রুপের মাধ্যমে আশু সমাধানের অনুরোধ করেছেন এই রাস্তা ব্যবহারকারী ভুক্তভোগীরা।
(Visited 3 times, 1 visits today)