ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে- এমনটা আশা করাই স্বাভাবিক। কিন্তু হয়েছে উল্টোটা। র্যাঙ্কিংয়ে উন্নতি তো হয়নিই উল্টো রেটিং পয়েন্ট কমেছে।
ক্যারিবীয়দের সাথে সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩ আর র্যাঙ্কিংয়ে সাত নম্বরে ছিল তারা। কিন্তু সিরিজ জয়ের পর তাদের রেটিং পয়েন্ট ১ কমে হয়েছে ৯২।
কেন এমনটা হলো?
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে নিচের দিকে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। নিজেদের চেয়ে নিচের দলের বিপক্ষে একটি ম্যাচ হারাতেই র্যাঙ্কিং থেকে ১ পয়েন্ট কাটা গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেই আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে সিরিজ জিতে তাহলে রেটিং হবে ৯৫। আর ২-১ ব্যবধানে জিতলে হয়ে যাবে ৯২।
(Visited ১৮ times, ১ visits today)