ক্রিকেট ইতিহাসে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারত গেছেন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তারা।
বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা। সেখান থেকে এদিনই হায়দ্রাবাদের বিমান ধরবেন তারা।
আগামী ৯-১৩ ফেব্রুয়ারি স্থানীয় রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যে বহু প্রতিক্ষীত একমাত্র এই টেস্ট ম্যাচটি। এর আগে অবশ্য সেখানে দেশটির এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। গেল শুক্রবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানে এক যৌথভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই তথ্য দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বাংলাদেশের ভারত সফরসূচি :
| তারিখ | কার্যক্রম | স্থান |
| ০২ ফেব্রুয়ারি | হায়দ্রাবাদে পৌঁছাবে টিম বাংলাদেশ | |
| ০৩ ফেব্রুয়ারি | বিশ্রাম/অনুশীলন | |
| ০৪ ফেব্রুয়ারি | বিশ্রাম/অনুশীলন | |
| ০৫ ফেব্রুয়ারি | ‘এ’ দলের বিপক্ষে ২দিনের প্রস্তুতি ম্যাচ শুরু | জিমখানা গ্রাউন্ড, সেকুন্দ্রাবাদ |
| ০৬ ফেব্রুয়ারি | ‘এ’ দলের বিপক্ষে২ দিনের প্রস্তুতি ম্যাচ শেষ | জিমখানা গ্রাউন্ড, সেকুন্দ্রাবাদ |
| ০৭ ফেব্রুয়ারি | বিশ্রাম/অনুশীলন | রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
| ০৮ ফেব্রুয়ারি | অনুশীলন | রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
| ০৯ ফেব্রুয়ারি | একমাত্র টেস্ট ম্যাচ শুরু | রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
| ১৪ ফেব্রুয়ারি | টিম বাংলাদেশের ঢাকা প্রত্যাবর্তন |

















