রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

যুক্তরাষ্ট্রে যেতে পারছেন ৭ মুসলিম দেশের নাগরিকরা

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ৫, ২০১৭ ১:১১ পূর্বাহ্ণ

সাতটি মুসলিম দেশের বিমানযাত্রীদের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা একটি আদালত সাময়িকভাবে স্থগিত করে দেওয়ার পর ওইসব দেশের লোকদের এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হচ্ছে।

মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোকে বলে দিয়েছে যেন ওই সাতটি দেশের লোকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে দেওয়া হয়। খবর বিবিসি বাংলার।

উপসাগরীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ বলেছে, তারা এ খবরের সাথে সাথেই বিমানে যাত্রী ওঠানো শুরু করতে যাচ্ছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমলিয়া, সুদান ও ইয়েমেন- এই দেশগুলোর লোকদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ করেন। এর পর গতকাল সিয়াটলের একজন বিচারক ওই আদেশটি সাময়িকভাবে আটকে দেন।

বিচারপতি জেমস রবার্ট তার রুলিংয়ে বলেন, মার্কিন সংবিধানে কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত দেখানো নিষিদ্ধ করে যে ধারা রয়েছে- প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ তার লংঘন। ট্রাম্পের সরকার আদালতের এ আদেশে ক্ষোভ প্রকাশ করে বলেছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, প্রশাসন মনে করে যে এ পদক্ষেপ যথাযথ এবং আইনসঙ্গত ছিল। দেশকে সুরক্ষা দেবার জন্যই প্রেসিডেন্ট এ আদেশ দিয়েছিলেন।

ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করার পর বিভিন্ন আদালতে একাধিক মামলা হয়। এর পর বিভিন্ন দেশের বিমানবন্দরে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, সাতটি দেশের প্রায় ৬০ হাজার যাত্রীর যুক্তরাষ্ট্র যাত্রা বাতিল হয় এবং আমেরিকার অনেকগুলো বিমানবন্দরে বিক্ষোভ দেখানো হয়।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পিসিবির সিদ্ধান্তে বিস্মিত বিসিবি

জেএসসি-জেডিসিতে মেয়েরা এগিয়ে

ভৈরব নদী দূষণ ও দখলের হাঁত থেকে বাঁচাতে, ব্যতিক্রমধর্মী সামাজিক সমাবেশে হাজার মানুষের শপথ ।।

ভৈরব নদী দূষণ ও দখলের হাঁত থেকে বাঁচাতে, ব্যতিক্রমধর্মী সামাজিক সমাবেশে হাজার মানুষের শপথ ।।

আমরা অপরাধ মুক্ত সমাজ বিনির্মানে কাজ করতে চাই : ডিসি মনজুর রহমান

বরিশালে শায়েস্তাবাদ ইউনিয়নের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

খালেদার সঙ্গে বৈঠক করলেন চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা

এক মাসে মোবাইল গ্রাহক বেড়েছে প্রায় ৬ লাখ

ঈদ উপলক্ষে হাতে খড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

১৫-২২ জুলাই শিথিল, ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ