এশিয়ান গেমস হকির ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। গতকাল গ্রুপের শেষ ম্যাচে জিমি-চয়নরা হার মেনেছেন বড় ব্যবধানে, ৫-০ গোলে। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করা বাংলাদেশ পঞ্চম স্থানের লড়াইয়ে নামবে আগামী ১লা সেপ্টেম্বর। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজ দলের প্রতিপক্ষ জাপান অথবা দক্ষিণ কোরিয়া। নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতার সেরা ৬ দল পরের আসরে সরাসরি খেলার সুযোগ পায়। তাই আগামী এশিয়াডে বাংলাদেশ হকি দলের অংশগ্রহণ নিশ্চিত।
ইন্দোনেশিয়ার জেবিকে হকি মাঠে শুরুতেই পিছিয়ে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র ৫৭ সেকেন্ডে আতিক মোহাম্মদের গোলে এগিয়ে যাওয়া পাকিস্তান দ্বিতীয় গোল করেছে নবম মিনিটে, মুবাশ্বের আলীর পেনাল্টি কর্নার থেকে। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবার মুবাশ্বেরের গোলে স্কোরলাইন হয়ে যায় ৩-০। ৩৬ মিনিটে শান আলীর লক্ষ্যভেদের পর ৪৯ মিনিটে আতিক মোহাম্মদের পেনাল্টি কর্নার গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দেয় পাকিস্তানের।