ওগো সড়ক তুমি।।
————————–
————————–
ওগো সড়ক তুমি ক্ষুধায় ক্ষুধায়
রক্ত মাখা লাশ,
যেন সময় অসময়ে স্বার্থপরায়ণ
রাক্ষসী গ্রাস।।
তুমি যাত্রী নিয়ে হঠাৎ করে
বিকল হওয়া গাড়ী,
তুমি দুর্নীতিতে দিনে দিনে
আকাশ যাচ্ছো ছাড়ি।।
তুমি যেন অর্থের স্বার্থে
নেতাদের ব্যবসার পুঁজি,
এতো ব্যথার মাঝেও তবু
একটু স্বস্তি খুঁজি।।
তুমি নিরাপদ সড়কের আন্দোলনে
পুলিশের হাতের লাঠি,
তুমি রাত বিরাতে স্বপ্ন গুলো
ধূলিসাৎ হওয়া মাটি।।
তুমি দুর্ঘটনায় মাতাল আর
হত্যাযজ্ঞ নামে খ্যাত,
তুমি কিভাবে সয্য করো
দুঃসংবাদ এতো এতো?
————————–
————————–
(Visited ১৮ times, ১ visits today)

















