বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ৪ লাখ রেনু জব্দ আটক ১১, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৩০, ২০১৭ ২:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ll

বরিশাল নগরের রুপাতলী এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢালে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৪ লাখ বাগদা’র রেনুসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এরআগে বুধবার সকাল ৭ টায় আটক শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর টোলঘর সংলগ্ন সড়কে অভিযান চালায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন, ভোলা জেলার বাসিন্দা, মো. হাসান শাহ (২৩), গিয়াস উদ্দিন (২১), হযরত আলী (২১), আবুল কাশেম (৫০), শাহাবুদ্দিন মোল্লা (২৫), লোকমান আকন (৩৭), সোহাগ (১৯), কালু মাঝি (২৩), বাগেরহাটের আল আমিন মল্লিক(২৮), বাহাউদ্দিন শেখ (৩৫) ও টুঙ্গিবাড়িয়ার বেল্লাল শেখ (৩০)। কোতোয়ালি থানার এস.আই মোঃ মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভোলার চরফ্যাশন থেকে খুলনার উদ্দেশ্যে ৩৪ টি পাতিলের মধ্যে বাগদার রেনুপোনা নিয়ে মেসার্স টি ট্রাভেলস্ নামের একটি ট্রাক বরিশাল অতিক্রম করছে। এসময় ওই অভিযান চালিয়ে ট্রাকের চালক হেলপারসহ ১১ জনকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ৪ লাখ রেনু। জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, আটক ১১ ব্যক্তিকে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. নাজমুল হুসেইন খানের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। পাশাপাশি জব্দ করা রেনু নদীতে অবমুক্ত করা হবে

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা