শনিবার , ১ সেপ্টেম্বর ২০১৮ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সানিয়া মির্জাকেও উত্ত্যক্ত করেছিলেন সাব্বির!

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ১, ২০১৮ ১:১১ পূর্বাহ্ণ

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ক্রিকেটার সাব্বির রহমানের। নানা অভিযোগে নিজেকে যুক্ত করে বিতর্কিত হয়ে আছেন ইতিমধ্যে। আসন্ন এশিয়া কাপে দল থেকে বাদও পড়েছেন তিনি।

ইতিমধ্যে তিনি দেশের ক্রিকেট ইতিহাসে ‘ব্যাড বয়’ উপাধি পেয়ে বসেছেন।

ফেসবুকে দুই সমর্থককে অকথ্য ভাষায় গালমন্দ, দর্শক পেটানো এমন সব কর্মকাণ্ডের জন্য শাস্তির অপেক্ষায় আছেন জাতীয় দলের এ ক্রিকেটার।

এসব অভিযোগের রেশ কাটতে না কাটতেই সাব্বিরের বিরুদ্ধে ওঠে এল আরও একটি গুরুতর অভিযোগ।

তা হলো ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে নাকি উত্ত্যক্ত করেছেন সাব্বির রহমান!

অভিযোগটি অবশ্য চার বছরের পুরনো। সে সময় বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলতে আসেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সঙ্গে এনেছিলেন স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে।

অভিযোগ রয়েছে যে, সে সময় নানারকম অশালীন কার্যক্রমের মাধ্যমে সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছিলেন সাব্বির।

তার এক কর্মকাণ্ডে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন শোয়েব। বিসিবির নথিতে এই অভিযোগটি লিখিতও নাকি রয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন থেকে দেশের ক্রীড়াঙ্গনে সাব্বির-নাসির-মোসাদ্দেকের নামে নানা অভিযোগ এসেছে। তবে এ ক্ষেত্রে বাকি দুজনকে ছাড়িয়ে গেছেন সাব্বির রহমান।

(Visited ৩১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা