তুরস্কে আটক মার্কিন ধর্মযাজক এন্ড্রু ব্রানসনকে মুক্তি না দেয়ার ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এন্ড্রু ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বানের গুরুত্ব না দেয়ায় আমি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের ওপর ব্যক্তিগতভাবে খুবই ক্ষুব্ধ ও আশাহত।
প্রেসিডেন্ট ট্রাম্প ব্লুমবার্গকে গত বৃহস্পতিবার ওই সাক্ষাৎকার দিয়েছেন। এন্ড্রু ব্রানসনকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি ছিলেন আমার হৃদয়ের কাছাকাছি একজন। আমি ব্রানসনের জন্য আরেকজনকে ছাড়িয়ে দিতে সাহায্য করেছিলাম।
প্রসঙ্গত, ইসরাইলে আটক তুর্কি নাগরিককে মুক্তি দিতে ট্রাম্প সাহায্য করেছিলেন। ওই নাগরিকের মুক্তির বিনিময়ে তুরস্ক এন্ড্রু ব্রানসনকে মুক্তি দেবে বলে আশা করেছিলেন ট্রাম্প।
(Visited ১৯ times, ১ visits today)

















