ভোট আসলেই কেবল মনে হয় আমরাও মানুষ
…………আর-
কেবল মাত্র ভোটের সময় আমাদের মূল্যায়ন করে আমাদের খুব কাছের নেতা-নেত্রীরা বাকি সময় আমদের কোন মূল্য নেই তাদের কাছে। প্রতিনিধি হলেই যেন তারা সবাই চাঁদ হাতে পেয়ে যায়। মনে হয় এ দেশের জনগন তাদের কেউ না অথচ আমরা ছাড়া তাদের কোন মূল্যই নেই সেটা তারা খুব সহজেই ভুলে যায়। রাজনীতি মানেই যে জনতার সেবা করা সেটাই যেন তাদের মাথায় থাকেনা। সবাই মূল আদর্শ থেকে সড়ে গিয়ে টাকার নেশায় আসক্ত। রাস্তা, পানি, গ্যাস, বিদ্যুৎ সব কিছুর অবস্থা খুব কারাপ কিন্তু কেউ যেন নেই তা ঠিক করার। আর জনজীবনের নিরাপত্তাতো দেশের আনাচে কানাচে কোথাও মেলেনা তবু কারো মাথা ব্যাথা নেই তা নিয়ে। অথচ আমরাই তাদের উপর এসবের দায়িত্ব দিয়েছি। যাক, তবুও আশায় বুক বাঁধি এরাই আমাদের পাশে দাঁড়াবে ঠিক তাদের ভুলগুলোকে শুধরে।
(Visited ৩ times, ১ visits today)

















