শুক্রবার , ৭ সেপ্টেম্বর ২০১৮ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কোচের নির্দেশনা মেনে খেলেই জয় পেয়েছি : তপু বর্মন

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ৭, ২০১৮ ১:০১ পূর্বাহ্ণ

সাফ সুজুকি কাপে যেন উড়ছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মন। স্ট্রাইকার না হয়েও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে পরপর দুই ম্যাচে গোল করে জিতিয়ে দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয় সূচক গোলের নায়ক তপু বর্মন বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও জয়সুচক একমাত্র গোলটি করেছেন। যে কারণে তার উদযাপনটিও ছিল কিছুটা ভিন্ন।

বৃহস্পতিবার খেলা শেষে স্বাগতিক দলের গোলদাতা তপু বর্মন বলেন, এই জয়টি আমাদের দলের এবং দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেশের ফুটবলের জন্য কাজ করছি এবং করব।’

আজকের এই সফলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচ আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমরা খেলার চেষ্টা করেছি। তিনিই আমাদের বলেছেন, ধৈর্য্য ধরার জন্য। প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ক্লান্ত হলে ফলাফল আসবে। আমরা তার নির্দেশনা মেনে সফল হয়েছি। ’

ম্যাচে গোল দিয়ে এই জয়ের অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, এই জয়ের অনুভূতি এই মুহূর্তে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু এই টুকুই বলতে পারি আমি খুবই আনন্দিত।’

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপু বলেন, ‘আমরা এখনো নেপালের বিপক্ষে ম্যাচ পরিকিল্পনা নিয়ে এই মুহূর্তে ভাবছি না। আগামীকাল এই বিষয় নিয়ে পরিকল্পনা করব।’

স্বাগতিক দলের কোচ জেমি ডে বলেন, ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। এর ফসল হিসেবে তারা এই জয়টি পেয়েছে। আমাদের পরিকল্পনাই ছিল বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। পরিকল্পনাটি ভালভাবেই বাস্তবায়ন করতে পেরেছে ছেলেরা। এ জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা