শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কোহলি না থাকায় আফসোস হাসান আলির

প্রতিবেদক
alltimeBDnews24
সেপ্টেম্বর ৮, ২০১৮ ১২:৫১ পূর্বাহ্ণ

বিরাট কোহলির বিপক্ষে বোলিং করতে মুখিয়ে ছিলেন। পেতে চেয়েছিলেন তার উইকেটটিও। তবে হাসান আলির আশায় গুড়েবালি। এশিয়া কাপে খেলছেন না ভারতীয় মাস্টার ব্যাটসম্যান। এতে আফসোসে ফেটে পড়েছেন পাকিস্তানি পেসার।

গেল গ্রীষ্মে ইংল্যান্ডে ফাইনালি লড়াইয়ে ভারতকে নাচিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলে পাকিস্তান। সেই মহারণে ৩ উইকেট দখল করেন হাসান। তবে কোহলি বলির পাঁঠা ছিলেন মোহাম্মদ আমিরের। এবার তার উইকেটটি পেতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হচ্ছে না বোলিং বিস্ময়ের।

তাই আফসোস ঝরেছে হাসানের কণ্ঠে, বিরাট কোহলি খুবই ভালো ক্রিকেটার। সবাই জানেন, তিনি ম্যাচ উইনার। সব প্রতিবন্ধকতা মাড়িয়ে একাই দলকে জেতাতে পারেন। তার বিপক্ষে বোলিং মিস করব। সাধারণত প্রত্যেক তরুণ বোলার ওর উইকেটটি পেতে চাই। আমিও চেয়েছিলাম।

তবে কোহলির বিপক্ষে বোলিংয়ের আশা ছাড়ছেন না ২৪ বছর বয়সী ডানহাতি পেসার। যেহেতু তিনি আসছেন না, সেহেতু কিছু করার নেই। এবার না হলে পরে হবে। কেবল তার উইকেটটি পাওয়ায় আমার লক্ষ্য ছিল না। সেখানে আরও দল খেলবে। আরও ভালো ভালো ব্যাটসম্যান খেলবে। তাদের উইকেট পেতে চাই। আমাদের মূল ফোকাস থাকবে পুরো টুর্নামেন্টে ভালো খেলা। শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই।

১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এর তিন দিন পর চিরশত্রু ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান।

(Visited ২২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়