রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

এম. আব্দুল জলিল মণ্ডল-জীবনী।।

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ২:০৫ পূর্বাহ্ণ

এম. আব্দুল জলিল মণ্ডল, বিপিএম
অতিরিক্ত মহাপরিচালক
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)
————————————————
গ্রামের বাড়িঃ নাজিরগঞ্জ, সুজানগর, পাবনা।
————————————————————
বিশিষ্ট শিক্ষানুরাগী, বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ বাহিনীর বর্তমান ডিআইজি ও RAB এর বর্তমান অতিরিক্ত মহাপরিচালক এম. আব্দুল জলিল মণ্ডল 1957 সালের 1 এপ্রিল পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন । আবদুর রহিম তাঁর পিতা এবং ছকিরন নেসা তাঁর মা ।
এম. আবদুল জলিল মণ্ডল নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাংশা মহাবিদ্যালয়, রাজবাড়ি থেকে এইচএসসি পাস করেন । জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন ।
বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ ক্যাডারের জন্য নির্বাচিত হয়ে 1988 সালে এম আবদুল জলিল মণ্ডল সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। তিনি নীলফামারী, বাগেরহাট, জয়পুরহাট জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন । সিআইডিতে তিনি এস এস (প্রশাসন) ও এসবিতে এসএস (প্রশাসন)সহ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী এবং পিএসটিএস বেতবুনিয়াতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিসি (সদর) হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং এআইজিপি (অপরাধ) হিসেবে পুলিশ সদর দফতরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন । অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)তে দায়িত্ব পালন করেন । 2016 সালের 25 এপ্রিল তিনি অতিরিক্ত মহাপরিচালক হিসেবে RAB সদর দফতরে যোগ দিয়ে কর্মরত আছেন ।
নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়নকালে তিনি 1971 সালের মহান স্বাধীনতাযুদ্ধে 7 নং সেক্টরের তুফানী ব্যাটালিয়নের ইকো কোম্পানির চার্লি ফোর্সের সৈনিক হিসেবে ভারতীয় মিত্র বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নওগাঁর ফারসিপাড়া, ধামুইরহাট, দিনাজপুরের হিলি ও জয়পুরহাট দখলের সময় সরাসরি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন ।
তিনি নিজের জন্মভূমি এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা পাবনাবাসী তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ।

(Visited ১,১২২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়