বৃহস্পতিবার , ২ মার্চ ২০১৭ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নড়াইলে বানরের কামড়ে আহত ৯

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২, ২০১৭ ১১:৪৩ অপরাহ্ণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় একটি বিনোদন কেন্দ্র থেকে বেরিয়ে আসা বানরের কামড়ে শিশুসহ ৯ জন আহত হয়েছেন। আহতদেরকে লোহাগড়া, নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বানর আতঙ্কে থাকার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার (২ মার্চ) সকাল থেকে দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালিয়ে ওই বানরটিকে পিটিয়ে হত্যা করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১ মার্চ) সন্ধ্যায় লোহাগড়া পৌর এলাকায় নিরিবিলি পিকনিক স্পটের চিড়িয়াখানা থেকে একটি বানর বের হয়ে শহরের মশাঘুনি, রামপুর, লক্ষীপাশা, কচুবাড়িয়া ও সিংগা এলাকায় ঢুকে পড়ে।

এলাকাবাসী কোন কিছু বুঝে উঠার আগেই বানরটি দাবড়িয়ে মানুষজনকে কামড়াতে থাকে। এ সময় এলাকাবাসীর মাঝে বানর আতংক ছড়িয়ে পড়ে।

বানরের কামড়ে মশাঘুনি এলাকার শিশু নিরব (৫), সেলিম মিস্ত্রী (৪৮), বাকা গ্রামের ভ্যান চালক ফুল মিয়া (৬০), লক্ষীপাশা গ্রামের মিরাজ ফকির (৫০), লক্ষীপাশা গ্রামের হালিমা বেগম (৬৭), কচুবাড়িয়া গ্রামের সাগর (৪৫), রাজুপুর গ্রামের জহুর মোল্যা (৫০) গুরুতর আহত হয়। আহতদেরকে লোহাগড়া, নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজন জানান, বানরটি উপজেলার রামপুর এলাকায় অবস্থিত নিরিবিলি পিকনিক স্পটের মিনি চিড়িয়াখানা থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং তাড়া করে মানুষজনকে কামড়াতে থাকে। রাতভর ঐ সব এলাকার লোকজন বানরের ভয়ে লাঠিসোটা নিয়ে বাড়ির বাইরে ও বাগানে পাহারা দিতে থাকে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষুব্ধ এলাকাবাসী বানরটিকে ধরার জন্য দা, লাঠিসোঠা নিয়ে অভিযান শুরু করে। দীর্ঘ ৪ ঘন্টা অভিযান শেষে এলাকাবাসীর তাড়া খেয়ে বানরটি পাশ্ববর্তী নবগঙ্গা নদীর মধ্যে পড়ে যায়। এ সময় এলাকাবাসী বানরটিকে পিটিয়ে হত্যা করে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। মৃত বানরটিকে দেখার জন্য স্কুল মাঠে শতশত মানুষ ভিড় করে।

প্রাণী সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে কথা বললে লোহগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, বন্য প্রাণীকে চিকিৎসা করা আমাদের কাজ। হত্যার বিষয়ে বন বিভাগ সিদ্ধান্ত নিবে।

বানর হত্যার ব্যাপারে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহম্মেদ জানান, বানর হত্যার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বলেন, বানরের বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিবেন।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাবি ছাত্রী মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসকের জামিন

বরিশালে এসএনডিসি বাংলাদেশের আয়োজনে ১০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও ইফতার বিতরণ করলেন জেলা প্রশাসক

শখের ফটোগ্রাফার সেই রিকশাচালককে

ভ্রাম্যমাণ আদালত কতৃক জরিমানা পূর্বক বন্ধ ঘোষণার পরেও ইট প্রস্তুত ও পোড়ানো অব্যাহত॥

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

নলছিটিতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ নজরুল ইসলাম সেতু: কাজ শেষ হচ্ছে এ বছর

যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে কাজ করবে : বি. চৌধুরী

এমপিওভুক্ত হলো ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান

গাম্বিয়া প্রেসিডেন্টের দেশত্যাগের পর ‘কোটি ডলার নিখোঁজ’।।