রির্পোটঃনওরোজ কবির.
নাগরিক সাংবাদিক, বরিশাল সমস্যা ও সম্ভাবনা .
অবশেষে বহু কাংখিত বিএম কলেজ রোডের সংস্কার কাজ শুরু হলো। আশা করছি খুব দ্রুত কাজ সম্পন্ন হয়ে জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে। ধন্যবাদ সংশ্লিষ্ট গণকে।!
ফেসবুকের লাইক,কমেন্ট থেকে নেয়া মন্তব্যঃ-
Comments
MD Monirul Islam ধন্যবাদ কতৃপক্ষ্যে কে
Saharior Mahafuj Srabon কতৃপক্ষকে ধন্যবাদ
Ali Hossain রাস্তা সঠিক ভাবে সংস্কার হয় না. যেভাবে করার কথা সেভাবে যেন হয় তার তদারকি করা দরকার
Md Saiful Islam আহ্ শান্তি! ধন্যবাদ কতৃপক্ষকে।
Jawad Mahi ধন্যবাদ, কর্তৃপক্ষ
Niloy Nil thnx sir
Mohammad Ali Hossain আমরা যখন অনার্স ফাইনাল দিবো, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সাথে এক ধরনের মাইন্ড গেম খেলেছিল। আমাদের ফাইনালের ডেট যখনই দিক না কেন আমরা প্রতিবাদ করতাম। তাতে পরীক্ষার তারিখ আরো পিছিয়ে যেত। তো এটা বুঝেই কর্তৃপক্ষ থার্ড ইয়ার ফাইনালের মধ্যেই অনার্স ফাইনালের ডেট মিক্স করে দিল। দেখা গেল আমরা আন্দোলন করেছি যথারীতি পিছিয়েও দিল। এতে আসলে লাভের পরিমাণ ছিল কিন্তু হাতেগোনা। যা হোক বিসিসি কর্তৃপক্ষের এ রাস্তায় দৃষ্টি পড়েছে সেটা অনেক কিছু কিন্তু ব্যাপারটা এমন যেন না হয় যে, কোনো রকম ইট-সুরকির গুড়া দিয়ে রাস্তা জোড়াতালি দিল কিন্তু কয়েকদিন পরেই আবার যেই লাউ সেই কদু হয়। অন্তত কাজের ধরণ সেটাই বলছে, বাকিটা কর্তৃপক্ষ আর উপরওয়ালাই ভালো জানেন। গীর্জা মহল্লার ভালো রাস্তার পিচ ঢালাই দেয়া হল আর বিএম কলেজের সামনের রাস্তায় কী করা হবে সেটা কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলাম! যাইহোক, ভালো রাস্তার প্রত্যাশায়…
Nawroz Kabir ওয়ার্কারদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, প্রথমে ভাঙা অংশে পাথর-পিচ ঢালাই হবে তারপরে পুরোটা কার্পেটিং হবে। আমরা ভালো কিছুর আশা করছি।
Eng Kamol Das জোড়াতালি সদর রোডেও দেয়া হয়েছে, আবার পরবর্তীতে কাজ সম্পন্ন করা হয়েছে।

Write a reply…
Eng Kamol Das রাস্তাটি মেরামত নিয়ে পূ্র্বে অনেকেই অনেক মন্তব্য করেছে। সাধারন জনগন অর্থাৎ আমরা কিংবা আপনারা মনে করি ইচ্ছে করলে মূহুর্তের মধ্যেই কাজ শুরু করা যায়। কোন একটা কাজের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করাএবং অনুমোদন নিতে হতে হয়। তাতে কমপক্ষে তিন চার মাস লাগে।
Nawroz Kabir তা ঠিক, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ সেহেতু যে কোনো বিষয়ের চলমান প্রক্রিয়ার তথ্য জনগণকে অবহিত করা খুব একটা দূরহ কাজ নয়, সেটা করলে বিষয়টি অনেকটা সহনীয় এবং সহজ হয়ে যায়।
Eng Kamol Das আপনি খেয়াল করে দেখবেন যে সদর রোড সহ সব স্থানের কাজ হয়েছে কিংবা চলছে। অফিসিয়াল প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই কাজ শুরু হয়েছে। অথচ এগুলো নিয়ে কত তীর্যক মন্তব্য আর গালাগালি করা হয়েছে।

Write a reply…
Jakaria Alam Dipu কতৃপক্ষকে ধন্যবাদ
Kamrun Nahar .. . . But . .What about quality . . . ??? .. .
Ripon Hawladar আমরা যখন অনার্স ফাইনাল দিবো, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সাথে এক ধরনের মাইন্ড গেম খেলেছিল। আমাদের ফাইনালের ডেট যখনই দিক না কেন আমরা প্রতিবাদ করতাম। তাতে পরীক্ষার তারিখ আরো পিছিয়ে যেত। তো এটা বুঝেই কর্তৃপক্ষ থার্ড ইয়ার ফাইনালের মধ্যেই অনার্স ফাইনালের ডেট মিক্স করে দিল। দেখা গেল আমরা আন্দোলন করেছি যথারীতি পিছিয়েও দিল। এতে আসলে লাভের পরিমাণ ছিল কিন্তু হাতেগোনা। যা হোক বিসিসি কর্তৃপক্ষের এ রাস্তায় দৃষ্টি পড়েছে সেটা অনেক কিছু কিন্তু ব্যাপারটা এমন যেন না হয় যে, কোনো রকম ইট-সুরকির গুড়া দিয়ে রাস্তা জোড়াতালি দিল কিন্তু কয়েকদিন পরেই আবার যেই লাউ সেই কদু হয়। অন্তত কাজের ধরণ সেটাই বলছে, বাকিটা কর্তৃপক্ষ আর উপরওয়ালাই ভালো জানেন। গীর্জা মহল্লার ভালো রাস্তার পিচ ঢালাই দেয়া হল আর বিএম কলেজের সামনের রাস্তায় কী করা হবে সেটা কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলাম! যাইহোক, ভালো রাস্তার প্রত্যাশায়…
Chayan Das 2 mAS POR AKE CITRO
Ishrat Jahan Biswas ব্যাপারটা এমন যেন না হয় যে, কোনো রকম ইট-সুরকির গুড়া দিয়ে রাস্তা জোড়াতালি দিল কিন্তু কয়েকদিন পরেই আবার যেই লাউ সেই কদু হয়। অন্তত কাজের ধরণ সেটাই বলছে, বাকিটা কর্তৃপক্ষ আর উপরওয়ালাই ভালো জানেন। গীর্জা মহল্লার ভালো রাস্তার পিচ ঢালাই দেয়া হল আর বিএম কলেজের সামনের রাস্তায় কী করা হবে সেটা কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলাম! যাইহোক, ভালো রাস্তার প্রত্যাশায়…
Odhora Ripa আহ্ শান্তি! ধন্যবাদ কতৃপক্ষকে।
AR Rina ধন্যবাদ
Akther Hossen Many many thanks.
Shopnill Akas vai…kaz ses korar 15 din por abar ager moto hoye jai….
tk sob poket vore…..
tk sob poket vore…..
Shahid Billah ধন্যবাদ কতৃপক্ষকে।
Anwar Hossain Khan এখন সকলে সিটি কর সহ সকল বিল পরিশোধ করবেন সে সংক্রান্ত একটি পোস্ট চাই..Nawroz Kabir bhai
Nawroz Kabir সিটি কর দিয়ে আর কারো মাপ আছে……..

Write a reply…
Eng Kamol Das Shopnill Akas সাহেব নাজিরের পুল হতে সদর রোড সহ বাংলা বাজার পর্যন্ত কাজ করা হয়েছে নিশ্চয়ই ১৫ দিনের বেশি হয়েছে?
Shajan Shaju সিটি কর সহজ করা হউক,
সহনীয় পর্যায়ে নিয়ে আসা হউক,
আবোল তাবল কর ধার্য বন্ধ করা হউক।
সহনীয় পর্যায়ে নিয়ে আসা হউক,
আবোল তাবল কর ধার্য বন্ধ করা হউক।
(Visited ৪ times, ১ visits today)








































