স্বরূপকাঠি-বরিশাল ভায়া বানারীপাড়া সড়কে আলফা-মাহিন্দ্রা ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান ৫ নভেম্বর বেলা পৌনে ১১টার সময় বানারীপাড়া উপজেলার ঈদগাহ’র সামনের সড়কে বরিশাল থেকে আসা আলফা-মাহিন্দ্রা ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রায় থাকা বাইশারী গ্রামের লাভলি বেগম (৩৫),ইন্দের হাওলা গ্রামের মামুন ফকির (২৮),দক্ষিণ হারতা গ্রামের মাহিনুর বেগম (৪০),একই গ্রামের সুলতানা সুবর্না (৯), কুন্দিহার গামের ফাতেমা (৩২),মাহিন্দ্রার ড্রাইভার ও অপর এক যাত্রীর নাম জানা যায়নি তারা আহত হন।
আহতদের বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্য গুরুতর আহত লাভলি ও মামুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহিন্দ্রার ড্রাইভারকে ঘটনাস্থল থেকেই বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং টমটম ও মাহিন্দ্রা গাড়ি আটক করেছে বলে জানাগেছে।

















