শনিবার , ৮ ডিসেম্বর ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ইমরুল-লিটনকে সান্ত্বনা দিয়ে রাখলেন মাশরাফি

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৮, ২০১৮ ৭:২২ অপরাহ্ণ

ঘরের মাঠে সিরিজে স্বাগতিক দলগুলো বড়জোর ১৪ সদস্যের স্কোয়াড গঠন করে থাকে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই প্রথা মানেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৬জনের স্কোয়াড। সেখানে ওপেনারসংখ্যা মোট চারজন! স্বাভাবিকভাবেই টপ অর্ডারে কারও না কারও বাদ পড়ার কথা। সেই দুর্ভাগা হবেন কে বা কারা? সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা এই বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে সান্ত্বনা দিয়ে রাখলেন ইমরুল কায়েস ও লিটন দাসকে।

ভ্রুকুটির আগে মাশরাফির ব্যাখ্যাটা শুনুন, দলের কম্বিনেশন বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের কাছে সবার আগে। মাশরাফি মনে করেন, যে বাদ পড়বে তাঁকে নিয়ে আলাদা করে বসার কিছু নেই। সবাই ব্যাপারটি বুঝবে। মাশরাফি এ প্রসঙ্গে একটি উদাহরণ টেনে বলেন, ‘এখানে কম্বিনেশনের ব্যাপার থাকে। ওপেনিংয়ে ইমরুল শেষ তিনটা ম্যাচে দুইটা সেঞ্চুরি, একটা বড় হাফ সেঞ্চুরি আছে। এখন কথার কথা যদি ইমরুলকে বসিয়ে দেওয়া হয়, সে ক্ষেত্রে যদি লিটন খেলে, সে ক্ষেত্রে ডানহাতি-বা হাতি কম্বিনেশনটা জরুরি কতটুকু এটা দেখতে হবে। এর মানে এই না যে ইমরুল বুঝবে না। আবার ইমরুল খেললে লিটনকেও বুঝতে হবে সে (ইমরুল) ফর্মে আছে। এই ব্যাপারগুলো আছে।’

কাল মিরপুরে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে দলের কম্বিনেশন প্রসঙ্গে মাশরাফি জানিয়ে দিলেন, যে বা যাঁরা বাদ পড়বে ‘তাদের খাটো করা বা তারা জরুরি না, সেটা একবারে জন্যও ভাবা হচ্ছে না।’ সে ক্ষেত্রে যে প্রশ্নটা ওঠে, টপ অর্ডারে এমনিতেই চার ওপেনার এবং সঙ্গে মুশফিক-সাকিব থাকায় কেউ না কেউ যে বাদ পড়বেন তা তো নিশ্চিত; তাহলে সবাইকে নিয়ে কেন শুধু শুধু ১৬ সদস্যের স্কোয়াড? জবাবে ক্রিকেটীয় ব্যাখ্যা দিলেন অধিনায়ক, ‘হয়তোবা আপনাদের কারও কাছে বিষয়টি যৌক্তিক না (১৬ জনের দল), তবে যদি ১৪ জনের দল করতাম, ইনফর্ম খেলোয়াড় দলের বাইরে রাখলে, ওদের ওপর আরও মানসিক আঘাত হতো।’

এরপর মাশরাফি তাকালেন সামনে। না, সংবাদ সম্মেলনে বসে না, কথায় বুঝিয়ে দিলেন চোখটা আসলে বিশ্বকাপে। আগামী জুনে ইংল্যান্ডে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট পর্যন্ত মোটামুটি সবাইকে স্কোয়াডে ধরে রাখতে চান মাশরাফি, ‘আমরা ওই জায়গাটা আগে নিশ্চিত করতে চেয়েছি যে, ১৬ জনের দায়িত্ব আমাদের সবার আছে। এবং বিশ্বকাপ পর্যন্ত এভাবে যতটুকু পারা যায় ধরে রাখা। ইনশা আল্লাহ সবাই যেন সুস্থ থাকে, বেঁচে থাকে, এবং ফর্মে থাকে।’

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্দান্ত আবাহনীর সান্ত্বনার জয়

বরিশালে সরকারি শিশু পরিবার আগত শিশু নিবাসীদের মাঝে নতুন পোষাক বিতরণ ও আনন্দ সমাবেশ

বরিশালে বিজয় মঞ্চ থেকে স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান

ভারতে তুঘলকি মসজিদ হয়ে গেল রাণা প্রতাপের কেল্লা!

বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে: আইজিপি

আহত ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

“নদী-খাল উদ্ধার আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দিতে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের উত্তরবঙ্গ পরিভ্রমণ।”

বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নীতি ঘোষণা

কক্সবাজারের মহেশখালী প্রেস ক্লাব সাধারণ সম্পাদকের পা ভেঙে দিলেন মেয়র

জীবনকে সুখী করতে কয়েকটি অতি মূল্যবান কথা