ঝালকাঠি সাংবাদিকের ভূয়া কার্ড তৈরি করায় দুইজনকে কারাদন্ড

0
401

Sharing is caring!

 

- Advertisement -

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকের জন্য আবেদন করতে সাংবাদিকের ভূয়া আইডি কার্ড তৈরির সময় দুই ভাইকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের একটি কম্পিউটারের দোকানে অভিযোন চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিকদার কম্পিউটার নামে একটি দোকানে তল্লাশী চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকানের একটি কম্পিউটারে সাংবাদিকের ভূয়া আইডি কার্ড তৈরি করছিলেন রিয়াজুল সালেহীন ও তাঁর ছোট ভাই রমজানুল মোর্শেদ।

এই আইডি কার্ড ব্যবহার করে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আবেদন করা হতো। ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে আটক করে ৩০ হাজার টাকা জরিমান অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে টাকা পরিশোধ করে মুক্তি পায় দুই সহদর। তাঁরা ভবিষ্যতে এ ধরণের কাজ না করারও অঙ্গীকার করে।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here