নেইমারকে ফিরে পেতে চান মেসিও

0
318

Sharing is caring!

নেইমারকে বার্সেলোনায় দেখতে চান অনেকেই। সে তালিকায় নতুন আরেকটি নাম যুক্ত হলো আজ। গতকালই নেইমারকে পেতে প্রার্থনার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্তুরো। লিওনেল মেসি অতটা বলছেন না। তবে নেইমারকে আবারও বার্সেলোনার জার্সিতে দেখতে চান মেসিও।

- Advertisement -

২২২ মিলিয়ন ইউরোতে নেইমার বার্সেলোনা ছাড়ার পর ছয় মাস না যেতেই আবার স্পেনে ফেরার গুঞ্জন শুরু হয়েছে। প্রথমে রিয়াল মাদ্রিদের নাম শোনা গেলেও এখন বার্সেলোনাকে ঘিরেই গুঞ্জনটা বেশি শোনা যাচ্ছে। ওউসমানে ডেমবেলে কিংবা ফিলিপে কুতিনহোর মতো খেলোয়াড় পেয়েও সন্তুষ্ট নয় বার্সেলোনা। এ কারণেই নেইমারকে পেতে প্রার্থনার কথা জানিয়েছেন আর্তুরো, ‘ব্যক্তিগতভাবে আমি প্রার্থনা করছি যেন সে আসে। কারণ সে হলো একজন মহাতারকা, তাকে আপনি অবজ্ঞা করতেই পারবেন না। আর একটা দলে সেরা খেলোয়াড় যত বেশি থাকে তত ভালো।’

নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন নতুন চ্যালেঞ্জের খোঁজে। মেসির ছায়ায় থেকে দলের প্রাণ ভোমরা হয়ে ওঠা হচ্ছিল না তাঁর। এ কারণেই গিয়েছেন ফ্রান্সে। কিন্তু প্রিয় বন্ধুকে তবু ফিরে পাওয়ার আশা করেন মেসি। চার বছরে দুজন মিলে জিতেছেন সম্ভাব্য সবকিছু। এ কারণেই চাচ্ছেন আবারও একসঙ্গে খেলতে। কিন্তু মেসি জানেন কাজটা কত কঠিন। মার্কার সঙ্গে কথোপকথনে মেসি জানিয়েছেন, ‘আমি জানি এটা খুব জটিল। আমরা অবশ্যই তাকে ফিরে পেতে চাই। কারণ একজন খেলোয়াড় হিসেবে, লকার রুমের বন্ধু হিসেবে সে বিশেষ কিছু। আমরা বন্ধু, আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি। হয়তো কিছু মুহূর্ত অত ভালো ছিল না। কিন্তু আমরা অনেক লম্বা সময় এক সঙ্গে কাটাতাম। কিন্তু ওর প্যারিস ছাড়ার সম্ভাবনা আমার কাছে খুব কঠিন বলেই মনে হয়। পিএসজি ওকে এত সহজে ছাড়বে না।’

শুধু নেইমার নয়, সাবেক আরেকজন সঙ্গীকেও ফেরত পেতে চান মেসি, ‘আমি জানি এটা কঠিন তবে আমি আরও একবার গার্দিওলার সঙ্গে কাজ করতে চাই। সে বিশ্বের অন্যতম সেরা কোচ। সে কারণেই তিনি ফিরে আসুক এটা চাইব আমি। কিন্তু আমি জানি এটা কতটা কঠিন।’

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here