বিপিপিতে অভিযোগ, পরের দিন ঘটনা স্থানে পরিদর্শন ও ব্যবস্থা গ্রহন।।

0
453

Sharing is caring!

রিপোর্ট : জাকারিয়া আলম দিপু:

- Advertisement -

 

সিটিজেন  জানালিষ্ট রিন্টু দাস একটি পরীক্ষা কেন্দ্র নিয়ে অভিযোগ করে Barisal Problem & Prospect -বরিশাল সমস্যা ও সম্ভাবনা (বিপিপি)।পরের দিন অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থান পরিদর্শন ও ব্যবস্থা গ্রহন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান।

 

♦♦♦♦♦অভিযোগ♦♦♦♦♦

গত  ৯ নভেম্বর রিন্টু দাস নামে এক সিটিজেন জানালিষ্ট বিপিপি তে একটি অভিযোগ পোষ্ট দেন।পোষ্টটি হল:

স্যার,

চলতি জে,এস,সি পরীক্ষায় ৮ও ৯/১১/১৬ তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পরীক্ষায় ২১২ নং কক্ষ সদর গার্লস কেন্দ্রর ছাত্র ছাত্রীদের অতিরিক্ত কাগজ চেয়েও পাইনি।এজন্য উক্ত ছাত্রছাত্রীরা বাসায় এসে কান্না কাটি করছে।বিশয় টি স্যার বিশেষ দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ করছি।ো:

♦♦♦♦♦সমাধান♦♦♦♦♦

  • dc2-11-11-03-42-52dc3_11-11-03-43-29

dc4_11-11-03-44-22

১০-১১-২০১৬ তারিখ সকালে বরিশাল জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান স্যার ঘটনা স্থানে পরিদর্শন ও ব্যবস্থা গ্রহন।

জেলা প্রশাসক স্যারের সমাধান করার পর সমাধানের পোষ্টঃ

উৎকণ্ঠা নিরসন…

অভিভাবকদের উৎকণ্ঠা ছিল জেএসসি পরীক্ষায় একটি কেন্দ্রে চাহিদা মত অতিরিক্ত শিট দেওয়া হয় না। খবর পেয়ে, সরেজমিন উপস্থিত হয়ে উৎকণ্ঠার বিষয়টি বিস্তারিত জেনে, কেন্দ্রটি পরিদর্শন করে এবং প্রয়োজনীয় অনুশাসন নিশ্চিত করে সম্মানিত অভিভাবকদের তা অবহিত করণের মাধ্যমে উৎকণ্ঠা নিরসন করা হয়।
সকলের সচেতনতায় পরীক্ষার্থীদের কল্যাণ কাম্য।
বরিশাল
১০.১১.১৬

(Visited 6 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here