শুক্রবার , ৫ মার্চ ২০২১ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রাজাপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৫, ২০২১ ৪:৫৮ পূর্বাহ্ণ

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ী মোবারক কাঠী এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় ব্যবসায়ী মো. নুরুল হক (৪০) ও তার স্ত্রী কামনা বেগম (৩৫) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত নুরুল হক উপজেলার পিংড়ী (মোবারক কাঠী) এলাকার মৃত. আ: রব সিকদারের ছেলে।

আহতদের মধ্যে নুরুল হক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তার স্ত্রী কামনা বেগমের হাতের আংঙ্গুল ও রগ কেটে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নুরুল হক জানান, স্থানীয় তারিকুল ইসলাম রিয়াজ মৃধার ছেলে হৃদয় মৃধা (১৭), নুরু হাওলাদারের ছেলে রায়হান (১৭) ও তার সাংঘপাঙ্গদের নিয়ে কিছুদিন যাবৎ আহত নুরুল হকের বসতঘরের পিছনে গিয়ে মাদক সেবন আসছে।

এ বিষয়ে গত বুধবার মাদক সেবনকারীদের সেখানে আসতে ও মাদক সেবন করতে নিষেধ করায় মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে নুরুল হককে কুপিয়ে আহত করে তার ডাকচিৎকারে স্ত্রী কামনা বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

 

এ বিষয়ে অভিযুক্তদের কাউকে না পাওয়া গেলেও অভিযুক্ত হৃদয় মৃধার পিতার কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনার সাথে হৃদয় সম্পৃক্ত নন।

 

রাজাপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রাহন করা হবে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত