সোমবার , ১৪ জানুয়ারি ২০১৯ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

যৌন হয়রানিতে বাধা দেয়ায় খুণ হয় বরিশালের মেয়ে তামান্না!

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৪, ২০১৯ ১২:০২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক॥ বরিশালের মুলাদীতে যৌন হয়রানিতে বাধা দেয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একই পরিবারের ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৩ জানুয়ারী) নিহত তামান্নার মা মুলাদীর ডিক্রিরচর গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম মামলাটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় অভিযুক্তরা হলেন- মুলাদীর ডিক্রিরচর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ওরফে সাইদুল, তার ভাই অনিল খা ওরফে আলী খা, মো. মোখলেস, মাহবুব খা, ভাবি তাসলিমা বেগম ও মা নূরজাহান।

আদালতসূত্র জানায়, অভিযুক্তদের সাথে জমি নিয়ে বাদীদের বিরোধ চলে আসছিলো। ঘটনার চার দিন আগে সাইদুল বাদীর কন্যা তামান্নাকে যৌন হয়রানি করে। এ নিয়ে তাদের সাথে পুনরায় বিরোধ হয়। গত ৭ নভেম্বর বাসায় কেউ না থাকার সুযোগে সাইদুল পুনরায় তামান্নাকে যৌন হয়রানি করতে যায়।

এসময় তামান্না ডাক-চিৎকার দিলে অন্যান্য অভিযুক্তরা তামান্নার বাসায় গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করতে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। পরে সুরতহাল রিপোর্টে হত্যার বিষয়টি জানতে পারলে ১৩ জানুয়ারী রোববার আদালতে মামলা করলে বিচারক ঐ আদেশ দেন।

(Visited ২০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা