বরিশাল কেন্দ্রিয় কারাগারে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযুক্ত কারারক্ষীদের বিরুদ্ধে কঠোর বিচারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও কারা পরিদর্শন কমিটির সভাপতি এসএম অজিয়র রহমান। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার ও সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জী, কাজী মিরাজ, সাইফুর রহমান মিরন, কাজল ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় হলুদ সাংবাদিকতা এবং সাংবাদিক নামধারীদের দৌরাত্ব রুখতে জেলা প্রশাসনের সহায়তা কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। গনমাধ্যম সহ সর্বত্র স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা বন্ধে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন সাংবাদিক নেতৃবৃন্দ।