বুধবার চরমোনাইতে শুরু হবে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

0
214

Sharing is caring!

বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হবে বুধবার। জোহরের নামাজের চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন।

পীর অনুসারী হাজার হাজার মুসুল্লী ইতিমধ্যে চরমোনাইর মাহফিল প্রাঙ্গনে পৌছেছেন। আগামী শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। বছরে দুটি মাহফিলের মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি সবচেয়ে গুরত্বপুর্ন হিসাবে গণ্য করেন চরমোনাই পীর অনুসারীরা।

চরমোনাই মাদরাসার অধ্যক্ষ ও পীরের বড় ভাই মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, মাহফিলের সকল প্র¯‘তি সম্পন্ন হয়েছে।

প্রতিবার মাহফিলে ৪টি মাঠ থাকলেও মুসুল্লী বৃদ্ধি পাওয়ায় এবার আরও একটি নতুন মাঠ করা হয়েছে। মোসাদ্দেক জানান, সবগুলো মাঠই মুসুল্লীদের পরিপূর্ন হয়ে গেছে।

মাহফিলে সার্বিক সহযোগীতা নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন।

আয়োজকরা জানান, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর চরমোনাই পীর মাহফিলে বয়না করবেন। তিনি মোট ৫টি বয়ান করবেন।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here