বরিশালে সাদপন্থিদের ইজতেমা বর্জনের ঘোষণা

0
154

Sharing is caring!

সাদ পন্থিদের ইজতেমা বর্জনের জন্য বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার উদ্যোগে শনিবার রাতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন চিশতি মাদারসায় সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার জরুরী সভা শেষে সাদ পন্থিদের বরিশালের ইজতেমা বর্জনের ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসজিদ ও সচেতন তৌহিদী জনতার পক্ষে হাফেজ মাওলানা গোলাম মোস্তফা গণমাধ্যম কর্মীদের কাছে আজ রবিবার প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৮, ২৯ ও ৩০ মার্চ নগরীর সিঅ্যান্ডবি সড়কে থানা কাউন্সিলের পেছনের মাঠে তাবলিগ জামাতের সাদ পন্থীদের তিনটি শর্তে তিন দিনের ইজতেমা করার অনুমতি দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শর্তগুলো হলো-মাওলানা সাদের মতবাদ প্রচার কিংবা উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। এইচএসসি পরীক্ষা আসন্ন হওয়ায় মাইকের শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে এবং আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে শৃঙ্খলা রক্ষা করতে হবে।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here