শুক্রবার নদীভাঙন পরিদর্শনে পিরোজপুরে যাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

0
181

Sharing is caring!

পিরোজপুরের নদীভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম এমপি। শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি বরিশাল থেকে সড়কপথে ওই জেলার উদ্দেশে রওনা হবেন।

- Advertisement -

এর আগে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়ে শুক্রবার সকালে বরিশালে পৌছবেন।

পিরোজপুরে পৌছে প্রথমে প্রতিমন্ত্রী বলেশ্বর নদী ভাঙন কবলিত ডিসি পার্ক পরিদর্শন করবেন। পরবর্তীতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি, বৈঠাকাটা এবং স্বরুপকাঠি উপজেলার ইন্দুরহাট এলাকার নদীভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুরে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- শুক্রবার দিনভর পিরোজপুরের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে বেলা ১টার দিকে বরিশালে ফিরবেন। পরে বরিশাল সদর আসনের এই সাংসদ বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার বেলা ১১টায় বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে সার বিতরণ করবেন তিনি।

পরবর্তীতে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।’

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here