বরিশালে শিক্ষকদের বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

0
184

Sharing is caring!

অনলাইন ডেস্ক : অবসর ভাতা এবং কল্যাণ তহবিলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা থেকে দশ শতাংশ কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।

‘মানব সম্পদ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই’ এ স্লোগানে জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, বরিশাল জেলার ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ আনিস হোসেন তালুকদার প্রমুখ।

মানববন্ধন শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here