বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

0
147

Sharing is caring!

রমযান মাস উপলক্ষে বরিশালে মঙ্গলবার সকালে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যের চিনি, মসুর ডাল ও সোয়াবিন তেল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
নগরীর ডিসির দফতরসহ বিভিন্ন স্থানে পাঁচটি ট্রাকে করে টিসিবির মনোনীত ডিলাররা তাদের মালামাল বিক্রি করবে।

- Advertisement -

জেলা টিসিবি’র অফিস প্রধান আনিসুর রহমান বলেন, প্রতিদিন মনোনীত ডিলাররা তিন শ’ থেকে পাঁচ শ’ কেজি চিনি, মসুর ডাল ও সোয়াবিন তেল নগরীতে প্রতি ট্রাক বিক্রি করবে।

তিনি বলেন, টিসিসিবি থেকে সরবরাহ করা প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৪৪ টাকা ও সায়াবিন তেল প্রতি লিটার দাম ধরা হয়েছে ৮৫ টাকা।

জনপ্রতি ক্রেতা চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার সোয়াবিন তেল স্বল্প মূল্যে কিনতে পারবেন।

এছাড়া রমযানের পাঁচ দিন আগে থেকে ক্রেতাদের মাঝে বিক্রি করা হবে ছোলা বুট ও খেজুর। তবে তার দাম কত হবে তা জানাতে পারেনি তারা।

এদিকে নগরীতে স্বল্প মূল্যে টিসিবি থেকে মালামাল বিক্রির প্রচার-প্রচারণা তেমন না থাকার কারণেই অনেক স্থানে ডিলাররা অবস্থান নিলেও সেখানে ক্রেতাদের উপস্থিতি কম দেখা যায়।

পিকআপ ও ট্রাকে করে বিক্রি করা ডিলাররা বলেন, সামনের দিনগুলিতে তাদের বিক্রি বাড়বে বলে তারা মনে করেন।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here